ফাগুন মাসে নওল-শ্যামল
            সবুজের প্রান্তর
গুলবাগিচায় হেসে বেড়ায়
            নিশার শশধর।


হিম কুয়াশার আড়ালে চায়
            প্রভাতের দিনমণি,
হিজল শাখার বিহঙ্গেরা
           শুনায় অমর বাণী।


শিমুলের শিখরে আজ
           লেগেছে হুতাশন,
কোকিলের মধুর গানে
          জুড়িয়ে যায় যে মন।


আকাশের তারাগুলো
           হেসে কুটিকুটি,
হাসনুহানার মিহিন সুবাস
           প্রাণটা নেয় যে লুটি।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১০.০৪.১৯৯৫ খ্রিঃ