চাঁদ উঠেছে         ফুল ফুটেছে
      হেসেছে বাগ-বাগিচা,
সবুজ ক্ষেতে        বাতাস মেতে
      আঁকে রঙিন গালিচা।


নবীন পুলকে          ভ্রমর শোলকে
       উদাস ক'রে নিখিল,
ফুলের সুবাসে        মধুর বাতাসে
        ধরনী আজ শিথিল।


শিমুল গাছে          শালিক নাচে
         বনে ফোটে ফুল,
চাঁদের সনে          ক্ষণে ক্ষণে
         হেসে না পায় কুল।


তারই তলে         জোনাক জ্বলে
         ঘুম ঘুমিয়ে মিটমিট,
দোয়েল ডাকে        পাতার ফাঁকে
         টুইট টুইট টিপ টিপ।


দখিন সমীরণ         ভরায় এই মন
          বাতাস সুবাস ভরা,
দূর আকাশে            তারা হাসে
           হাসছে বসুন্ধরা!