ভাবনার মাঠ ধূ ধূ প্রান্তর
               নীরস শুষ্ক মাটি,
কলমের ঠোঁট কয় না কথা
              শুধুই কাটাকুটি।
ফসল বোনার দিন চলে যায়
              জলের জন্য কাতর!
চাতকী চোখ চেয়ে থেকে
              হয়ে যাচ্ছে পাথর।
রাতদিন ভেবে পায় না শব্দ
              কাটায় অলস প্রহর,
ছন্দ ভাষাও হারিয়েছে
              নেই সে কথার বহর।
শুষ্ক মাটি অঙ্কুরিত
              হয়না কোনো তরু,
ভেবে ভেবে ক্লান্ত কবি
              ভাবনার মাঠ মরু।
কাব্যাকাশ ঘনঘটাহীন
              হয় না মেঘের দেখা,
কাগজ-কলম প'ড়ে থাকে
              হয়না কাব্য লেখা।
শব্দ দেবতা মেঘ দাও না
              আসুক শব্দবৃষ্টি
কাব্যচাষী ফলাক মাঠে
               নতুন নতুন সৃষ্টি।


রচনা : ১০.০৪.২০১৫ খ্রিঃ