ফুলের হাসিতে হিরার দ্যূতি
চেয়ে রই মুগ্ধ হয়ে,
মৃদু শব্দ হাওয়ায় মিলায়
দ্যূতিটুকু যায় রয়ে।


ফুলের নাচন দেখি বাতাসে
সুনসান নিরবতা,
পাঁপড়ির শব্দ কোথায় মিলায়?
রেখে দিয়ে মুগ্ধতা।


জলন্ত মোমবাতিতে ফু দিলে
আগুন নিভে যায়,
দপ্ দপ্ করে জ্বলা দৃশ্যমান-
আগুন কোথায় যায়?


হৃৎগহীনে শব্দহীন আগুন
পুড়িয়ে করে ছাই,
কৈ জল ঢাললেও সে আগুন কী
সহজে নেভানো যায়?


রচনা : ১০.০৪.২০১৫ খ্রিঃ