নতুন রূপে ফিরবো বন্ধু, মাটি ছুঁইবে না পা,
পালকি চড়ে আসবো হয়তো, এলিয়ে দিয়ে গা!
চারিধারে হাঁটবে চারজন, আমায় কাঁধে তুলে,
চিনতে একটু কষ্ট পাবে, থাকবো ঢাকা ফুলে!
সবুজ-শ্যামল গাঁওখানিকেও দেখবো না চোখ মেলে,
নজরটা বুলিয়ে নিতাম, একটু সময় পেলে।


আমায় ঘিরে শোর-শরাবত শুনবো সবই কানে,
ব্যাকুল হৃদের অস্থিরতা বুঝবে কী কেউ প্রাণে?
আমায় ঘিরে কাঁদবে কী কেউ ছেড়ে চোখের জল?
অভিমানে রইবো চুপ চাহনিটা নিশ্চল!
নিষ্ঠুর এই ধরণী আমায় করেছে কঠিন হেলা!
চোখের জলে ভেসে গেছে আমার সকল বেলা!


যখন আমি থাকবো নাকো, ফিরবো আপন দেশে
শেষ দেখাটা যদি গো চাও দাঁড়িও পাশে এসে!
চলার পথে যদি বন্ধু ত্রুটি পাও বিন্দুসম,
সবকিছুকে ভুলে গিয়ে, তুমি আমায় ক্ষমো।
যাওয়ার পথে যদি বন্ধু দেখা হয় মোর সাথে
তোমার কোমল হাত দু'খানা রেখো শীতল হাতে!


খুলনা : ২৯.০৭.১৯৯৯ খ্রিঃ