খোকন সোনা আকাশ জুড়ি
নাটাই হাতে উড়ায় ঘুড়ি।
উড়ছে ঘুড়ি অনেক উপর
খোকন সোনার রাঙা দুপোর!


আচমকা এক দমকা হাওয়ায়
ঘুড়ির মগজটা বিগড়ে যায়!
টালমাটাল হয় সূতো কেটে
কষ্টে খোকার বুক যায় ফেটে!


নামছে ঘুড়ি ধরাতলে
পড়বি না পড়, পড়লো জলে!
খোকন সোনা অশ্রুস্নাত!
কচি মনটি স্বপ্নাহত!


(স্বরবৃত্ত ছন্দ : মাত্রা ৮/৮)