.             (৭)
তুমি কী নিজকে প্রকাশ করতে
বেছে নিয়েছো সমাধিকে?
না কী সমাধি তোমায় খুঁজেছে
আশ্রয় পেতে ধুকে ধুকে?


              (৮)
জলের ঢেউয়ে গেলাস ভাঙে
নদীর তট চেয়ে রয়!
দূরের পথে আলো জ্বলে
স্তব্ধ বোকা সময়।


              (৯)
ক্ষুদ্র থেকে বৃহৎ হওয়া
নয় বিস্ময়কর,
বৃহৎ থেকে ক্ষুদ্র হওয়া
খুব ভয়ঙ্কর!