কবিতার 'ক' বোঝে না
অথচ নাম কাব্য
পূত মুখ নোংরা ক'রে
গালিতে অশ্রাব্য!


কবিতা কয়লা চেনে
সে চেনে না রতন,
কয়লার ঠাঁই মণিকোঠাই
রতন ধূলায় অযতন!


সে ক্ষুদ্র স্বার্থে ফোঁসে
বিষাক্ত সাপের মতন,
ক্ষুদ্র স্বার্থের শোকার্তে
কবিতার বৃহৎ পতন!