বাবা অফিস, আপু স্কুল, আম্মু ব্যাস্ত কাজে,
ফাঁকা বাড়ি, খুকুর মনে শূন্যতার বীণ বাজে!
নিঃসঙ্গতা কাটাতে সে বারান্দায় গ্রিল ধ'রে
উদাস হয়ে চেয়ে থাকে, দৃষ্টি নিক্ষেপ ক'রে।


সারাদিনভর যতো মানুষ রাস্তা দিয়ে চলে
আপন ভেবে সবাইকে সে, ডেকে কথা বলে।
যেমন মানুষ তাকে সেভাবে ক'রে সম্বোধন,
ডাক শুনে কেউ আদর দিতে দাঁড়ায় কিছুক্ষণ।


পশু পাখিদের দেখেও তার খুশিতে ভ'রে মন!
হাত বাড়িয়ে ডেকে ডেকে, কথা কয় সারাক্ষণ।
মনে ক'রে মানুষের মতো এরাও বোঝে কথা,
কিন্তু কথায় সাড়া দিতে ভাঙে না নীরবতা।


আশে-পাশে পাখি দেখলে ডেকে ডেকে সে কয়
"ও পাকি ও পাকি তোদেল বালি কোতায়?"
আজ সকালে একটি গরু বাঁধা ছিল পাশে
"ও গলু তুই বালো আতিত" বলতেছিল সে।


একটি ছাগল হাঁফাচ্ছিলো দ্বিপ্রহরের তাতে!
"ও থাগল কানতিত? কান্দিতনে তোক মোত আতে।"
পশু-পাখিদের ভাবে সে মানুষের মতো সবাক,
বাড়ি ফিরে কান্ড দেখে হলেন বাবা অবাক!


মানুষ পশুতে কতো ভেদ, জানা নেই ব্যবধান,
সৃষ্টিজগতের সবাইকে সে ক'রে সমান জ্ঞান।


পাদটীকা : "ও পাকি ও পাকি তোদেল বালি কোতায়?">
              "ও পাখি ও পাখি তোদের বাড়ি কোথায়?"
              "ও গলু তুই বালো আতিত">
              "ও গরু তুই ভালো আছিস্"
              "ও থাগল কানতিত? কান্দিতনে তোক মোত আতে।">
              "ও ছাগল কাঁদছিস? কাঁদিসনে চোখ মোছ হাতে।"