তুমি যা ভেবে চলেছো
আমি তা ভাবি না,
চোখ দিয়ে যা দেখছো তুমি
আমি তা দেখি না।


আমি যা ভাবি ও দেখি
তোমার অলীক কল্পনা,
যা বলি সব সত্য কথা
এটা কোনো গল্প না।


বুঝলে যবে তোমার-আমার
ভাবনায় অসঙ্গতি,
চরণ থেকে পথ কেড়েছো
সময় দাওনি একরতি!


ডুব দিয়েছি অকূল পাথার
বেঁচেছি ঝঞ্ঝা সয়ে,
হিংস্রজলের জলজ হয়ে
এনেছি ক্ষত বয়ে!


তুমি আজও ছায়া নিয়ে
বন্ধ্যাবৃক্ষের মতো
শত অংকুরের স্বপ্ন কেড়ে
দাঁড়িয়ে অবিরত!


পরিক্রমায় পাল্টেছি ঢের
রাখনা খবর তুমি
ভুল করো না ভেবে আমায়
সেই পুরানো আমি।


রচনা : ০৩.০৭.২০১৫ খ্রিঃ