বিরান ভূমিতে জল আনতে
করেছি খাল খনন,
জলের সাথে আসবে কুমির
করি নাই তা গণন!


স্বপ্ন; প্রান্তর জুড়ে করব
ফলদবৃক্ষ রোপন,
নাই ফুল ও ফল, পাখির কূজন
সব আগাছায় ঝোঁপন ৷


অভিলাষে বৃক্ষতলে
শ্বাস নেব বুক ভরে
ইচ্ছেরা ঝরাপাতার ন্যায়
ঝরে অনাদরে !


সর্বভুক কুমির খেয়েছে
স্বপ্ন-সাধ, বর্তমান
কীভাবে বাঁচবে ভবিষ্যৎ
খুঁজি তার সমাধান ৷


সময়ের স্রোত বয়ে চলে
মূল্যহীন অনুযোগ
তীরে বসে ঢেউ গুনে যাই
আমি নীরব দর্শক!


রচনা : ০২-০৫-২০১৫
স্বরবৃত্ত ছন্দে লেখা ৷৷