যেদিকে তাকাই শুধু দেখতে পাই
কালো চতুষ্পদ জন্তুর পাল,
সুন্দর সাজানো বাগান
ভেঙে করে পয়মাল!


অন্দরে ঢুকে কাঁচা ঘুমে
ঘটায় ব্যাঘাত,
ঘর ছেড়ে পালিয়ে কত কষ্টে
কাটে দিন রাত!
যাবার সময় খাবারের থালে
ফেলে যায় মল!


দম্ভের সাথে মুখে বলে
আমাদের কর্মটা খাঁটি
বাগিচা সাজাচ্ছি দেখ
কী দারুণ পরিপাটি!
সাজানোর নামে চলে
বাড়িয়ে জঞ্জাল ৷


জন্তুরা ভাবে এবাগান
চিরদিনের জন্য খালি,
ভুলে গেছে এ বাগানেরও
আছে এক মালি ৷
রাখে না খবর, নাকে বরশী দিয়ে
কখন করবে নাকাল!


রচনাকাল : ০৪/১১/২০১৫ খ্রিঃ