সহস্র বছর ধ'রে
আছি বৃক্ষের নিচে প'ড়ে ৷
আমি তরুলতা
সময় পার হয় অযথা ৷


বাতাসে দুলি, দলিত হই পায়ে
অত্যাচারের ছাঁপ সারা গায়ে!
গাছে ওঠার চেষ্টা করি
শক্তভাবে ডাল ধরি ৷


কেউ আমাকে দেয় ফে'লে
কেউ আমায় ধরে ঝোলে!
কেউ সুড়সুড়ি দেয় আমাকে
কেউ টেনে ধ'রে জামাকে ৷


বৃক্ষ বুড়ো হয়ে বসে মরতে
আজও পারি না গাছে চড়তে ৷
ডাল ভেঙে প'ড়ে দেহে!
কত নেব আর সহে?


গাছে ওঠা আর হয় না
এত কষ্ট হৃদে সয় না!
সময়ের স্রোতে দলিত মথিত!
নিজকে আর কত রাখব সুরক্ষিত!


রচনা : ০৫/০৮/২০০৮ খ্রিঃ