স্বাধীনতা তুমি নিজেই কী?
স্বাধীন? না পরাধীন?
স্বাধীনতা তুমি কার? সবার?
না নির্দিষ্ট কারো অধীন?


আমাদের শোণিতধারায়
উদ্দীপনা জাগায় স্বাধীনতা,
তুমি শুধু একটি শব্দই নও
একটি পূর্ণাঙ্গ সত্তা ৷


স্বাধীনতা তুমি বৈপ্লবিক
শেকল ভাঙার গান,
স্বাধীনতার সঠিক ব্যবহার
বোঝে মর্যাদাবান ৷


তুমি জালিমের খুন ঝরানো,
মজলুমের হাতিয়ার,
একে অপরের সাথে
সম্পর্ক ঘনিষ্ঠতার ৷


স্বাধীনতা তুমি হয়ো না
কারো অধীন,
সকলে তোমার অধীন হোক
তুমি হও স্বাধীন ৷


স্বাধীনতা তুমি স্বাধীন
হবে না ততক্ষণ,
যতক্ষণ না কলুষমুক্ত হচ্ছে
মানুষের মন ৷


রচনা : ২১/০৭/২০১৫ খ্রিঃ