পোড়ামাটির নিষ্প্রাণ ইট, বালুকণা,
সিমেন্টের কত না সৌভাগ্য!
তাদের বুকে দাপিয়ে বেড়ায়,
ঝাপিয়ে বেড়ায় এক রঙিন প্রজাপতি
কখনও টুনটুনির মত আনমনে গান গায়,
কখনও আদুরে জ্বালাতন!
কোমল পায়ের ছাপ সাদরে বুক পেতে নেয় গৃহতল,
পায়ের শব্দের মধুর প্রতিধ্বনি
অনুভব করে ইটের দেওয়াল ৷
দেওয়ালের রঙেরা আরও রঙিন হয়
সোহাগের ভাষায় জবাব দিতে পারে না,
কিন্তু মৌনভাবে স্বাগত জানায় ৷
কোন একজনের উপভোগ করার কথা ছিল;
আজ ইট পাথর প্রজাপতির পরশে পেয়েছে বর্ণিল জীবন!
এ থেকে বঞ্চিত কোন এক রক্তে মাংসে গড়া জীবন
পরিণত হয়েছে পোড়ামাটিতে!


২২/০১/২০১৬