কেউ জোড়াতালি দেয় ভাষা আর ছন্দে,
এর শাল ওতে দিয়ে মনে লাগায় ধন্ধে!
তারা জোড়াতালি দেয় সকলের অলখে
বোদ্ধা পাঠক বোঝে, যা পড়ে পলকে ৷
কেউ দেয় গল্গে, কেউ সুর ও গানে,
তবু তারা বাঁচতে চায় সকলের প্রাণে ৷


মুখে খাঁটি বাঙালী, ঠাটে ভাবে ইংরেজ
অভিনয়ে মুন্সিয়ানা, অন্তরে ধরা লেজ!
কেউ উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে,
জোড়াতালি বুদ্ধিতে দেয় ধরা কাঁপিয়ে,
কর্মকারের জোড়াতালি, রূপা আর স্বর্ণে,
জেনেও কাছে যেতে হয়, জাতি ধর্ম বর্ণে ৷


রাজনীতি নীতিহীন, জোড়াতালি কথাতে
ঘটক মুখে মধু ছড়ায়, অপাত্রটা গতাতে!
কেউ মঞ্চ কাঁপায় জোড়াতালি ভাষণে,
আটে জোড়াতালি বুদ্ধি বসে নিজ আসনে!
জীবনটা শুরু হয় জোড়া আর তালিতে,
বৃথা দেখে যাই স্বপ্ন, শুয়ে চোরাবালিতে!


রাতদিন জোড়াতালি চলছেও ফোনেতে
ইচ্ছে ক'রে গৃহ ছেড়ে পালাই দূর বনেতে!
জোড়া আর তালিতে ভরে গেছে দুনিয়া,
আমৃত্যু কী যেতে হবে ব্যথার জাল বুনিয়া?
সততার পূজক যে, সে আজ বোকা যে,
বিশ্বাসের পরিনামে খায় শুধু ধোকা যে!


মিথ্যুক, ঠকবাজ, চালবাজ ও জোচ্চর
উচ্চ আসন তাদের, করে সবে সমাদর!
জোড়াতালির উৎসবে দেশ গেল রসাতল!
জানি না কপালে আছে কী এর ফলাফল?
এসো মিথ্যার ঘোর থেকে বাঁচাই এ দেশটা!
জোড়াতালি ছেড়ে করি সোজা বলার চেষ্টা ৷৷