প্রিয় বন্ধু, জানো কী? কেন তুমি এত পীড়িত?
ফুলের মত জীবন কেনো কাঁটায় জর্জরিত?
জানো নিশ্চয়, ভুল করে মিত্র হয়েছিলে কার?
পক্ষ নাওনি, যাদের উপর চলেছে অত্যাচার!


অমর্যাদা করতে ছাড়েনি, অত্যাচারী তোমাকেও,
বুঝনি, অসহায়ের বুকে, কী বিষম ব্যথার ঢেউ?
সে-ই ঢেউ আজ ফিরে, আছড়ে ভাঙছে তোমার বুক!
বুঝতে পারনি আগে, সে শুধু স্বীয় সুখের জন্য উন্মুখ!


তার ভেতর নাই ভালোবাসার বিন্দুমাত্র আভাস,
জানলে পরে সেথা হিংস্র চতুষ্পদের বসবাস!
জানো বন্ধু? ভালোবাসার একদিন হবেই জয়,
অত্যাচারীর একদা একা কাটাতে হয় দুঃসময়!


রচনা : ১৪/০৩/২০১৬ খ্রিঃ