কেনো প্রিয় বস্তুগুলো শুধু হারিয়ে যায়!
মনটা আহত-বিধ্বস্ত বেঁচে থাকা যে দায়!
কীসের টানে পরে মানুষ, অমানুষের পোশাক
স্বপ্নময় এই পৃথিবীটা পুড়িয়ে করছে খাক্!


সত্যটা হচ্ছে, নির্মম মিথ্যায় রূপান্তরিত
আর মিথ্যাটা দৃঢ় সত্যে হচ্ছে প্রতিষ্ঠিত ৷
সত্য মিথ্যার রূপান্তরে স্বপ্নে মিশছে ধুলো,
দুঃস্বপ্নের এ পৃথিবীতে ধুকছে মানুষগুলো ৷


কী লাভ? শুধু নিশ্বাসটুকু নিয়ে বেঁচে থেকে!
ফেরার পথ নাই, জীবন আছে ঘোরাঁধারে ঢেকে!
নিত্য ভোরের সুরুজ দেখে কাটে শত উৎকণ্ঠায়,
স্বস্তি নাই, যে দিন গেছে, কোথায় তারে পাই?


আজ স্বপ্নে, হারানো দিনের দেখা পেলাম আবার,
ইচ্ছে করে চিরতরে ঘুমের দেশে যাবার!