আমরা কুলি ন্যায়ের সাথে
তোমার বোঝা টানি,
আমরা জেলে দিবানিশি
মাখি কাদা পানি ৷


তোমরা থাকো তীব্র শীতে
সুখে উষ্ণ লেপে,
গলা পানিতে জাল টানি
ঠাণ্ডায় উঠি কেঁপে!


আমরা মজুর লাঙল চষি,
জিরাতে টানি মই,
বিশ্রাম মোটেও পাই না মোরা
সর্বদা ব্যস্ত রই ৷


রিক্সা চালক শক্ত হাতে
রিক্সা চালাই রাস্তায়,
মানুষ টানি, মালামাল বই
লালসাহীন, আস্থায় ৷


আমরা দক্ষ গাড়ি চালক
তোমার গাড়ি চালাই,
তোমরা গন্তব্যে পৌঁছাও
আমরা নাকো পৌঁছাই ৷


আমরা গরীব বাঁচার জন্য
বিলিয়ে দিই জীবন,
তুচ্ছ শ্রমের দামে বিকায়
অমূল্য এই মূলধন ৷