কবিতা এখন আর কবিতা নাই,
সে কবুতর হয়ে উড়ে বেড়ায় ৷
উড়ে গিয়ে বসে পাঠকের চালে,
দেশ বিদেশ ঘোরে নানা করতলে ৷


কে সত্যিকারের পাঠক, কে তস্কর,
বড্ড নিরীহ জানা থাকে না ওর ৷
এখন চলছে তস্করবৃত্তির মৌসুম,
উৎকণ্ঠায় কবি'র চোখে নেই ঘুম!


অসাধুরা শোনো, তস্করবৃত্তি করি,
ফলে না তাতে নিজের বাহাদুরি!
কাব্য লিখতে গেলে লাগে শুদ্ধ মন
অসাধু বিদ্যায় না খাটিয়ে সে ধন ৷


সাধনা কর নিজেই লেখার জন্য,
ঠিক একদিন হবে তুমিও অনন্য ৷
যদি কেউ আমার কবিতা চুরি ক'রে
বলব-কষ্টগুলোও নিও নিজের ক'রে ৷