হাতের তালুর মত চেনা উঠোন,
বাবার কাঁধের মত পথ-ঘাট আপন ৷
মায়েরাঁচলের মত সবুজের মায়া,
বৃক্ষের নীচে যেন স্বজনের ছায়া ৷


পথ-ঘাট যেন আজ সরীসৃপ ভয়ানক!
হাঁটলে পা টলে! হৃদয়ে গোপন শোক!
দূর থেকে দেখি সবুজের ঘন সমারহ
যেন ধেয়ে আসছে আততায়ী ভয়াবহ!


ওরা ভাবে; ওরা আছে আগের মতন,
আমি শুধু লালন করি এক অশুদ্ধ মন!
কেউ জানে না, জানে অন্তর্যামী,
সবকিছু পাল্টেছে, পাল্টাইনি আমি ৷


১৪/০৫/২০১৬