শিশু হাসে ফুলের মত, ভুবন আলো করে,
কেউ ফিরে চায় না! কেউ ধরে রাখে অন্তরে ৷
অবোধ শিশু জানে না কে গোমড়ামুখী,
ভাবে সে, জগতে তার মত সবাই সুখী!


সে যাকে পায়, জড়িয়ে ধরে একটু আদর চায়,
কেউ বুকে তোলে, কেউ ঘৃণায় ছুড়ে ফেলে দেয়!
সে নিজের চেতনায় ভাবে সবাই মমতাময়,
বোঝে না সে, কে মানুষ, কার পাষাণ হৃদয়!


ভুল করে সে সকলকে ভাবে আপনজন,
কারো অবজ্ঞায় ধূলায় লুটায় মানিক রতন!
যে জন পায়ে মাড়িয়ে চলে সুবাসিত ফুলকে!
দৃঢ়ভাবে গ্রহণ করে নিষ্পাপ নবাগত'র ভুলকে!


সেখানে কতটা সুখকর নবাগত'র ভবিষ্যৎ?
তার জন্য এই পৃথিবীটা কতটুকু নিরাপদ?


রচনা : ০৪/০৬/২০১৬