জীবনের পাতায় পাতায় শুধু অমিল!
মনটা আর কত হবে সহনশীল?
দিনগুলি কাটে দিয়ে গোজামিল!
জীবনটা বিষে বিষে হচ্ছে যে নীল!


না সইলে সবে কয় বড় স্বার্থপর!
সইলে সবাই ওঠে মাথার উপর!
প্রতিকার করতে গেলে অত্যাচারী,
মৌনতায় শুধু অবারিত আহাজারী!


জীবন খাতার সূচিপত্রেই রয়েছে ভুল!
জীবনের বিনিময়েই তা করছি নির্মূল!
জীবন যাবে তবুও তা শোধরাবার নয়!
পাথর নয়, রক্ত মাংসে আর কত সয়?


রচনা : ০৯/০৬/২০১৬