বাজারে কোনো পণ্য ছাড়তে গেলে
প্রথমে দরকার প্রচার,
সে জন্য কোটি টাকা খরচ করে
প্রচার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া।
আর তা হবে কোনো খ্যাতনামা তারকা বা মডেলিং দ্বারা,
দোকানে দোকানে ফ্রি স্যাম্পলও দিতে হয়।
একবার বাজার পেয়ে গেলে
দিনে দিনে ক্রেতার হাতের নাগালের বাইরে চলে যায়।


আজকের দিনে রাজনীতিও বড় একটি বিজনেস,
ভোটে দাঁড়িয়ে হাসি মুখে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি,
কিছু প্রতিকী জনসেবা,
কুলি মজুর চাষীর ঘর্মাক্ত শরীরে কোলাকুলি,
কুলি মজুর চাষীর শরীর থেকে কস্তুরির গন্ধ বেরোয়,
কুলি মজুর চাষী কিছুক্ষণের জন্য রাজা বনে যায়,
ভোটপ্রার্থী ভিক্ষুক,
ভোটের রাজারা চিরদিন ভুল করে অভিনয় দেখে!
ভোটে পাশের পর কুলি মজুর চাষী পাশে এলে
পারফিউম স্প্রে করতে হয়।
এসব নেতা তখন হাতের নাগালের বাইরে চলে যায়।
পার্থক্য একটাই- পণ্যের বিজ্ঞাপনে তারকা আর
রাজনীতিতে নেতা নিজেই অভিনয় করেন।


22/4/2015