কতো প্রকার প্রতিযোগিতা আছে পৃথিবীতে
সব জাগায় সবাই চায় নিজে থাকতে জিতে!
খেলাধূলা রাজনীতি ব্যবসা কিংবা চাকুরিতে
সবক্ষেত্রে সুনামটা সকলে চায় ছিনিয়ে নিতে ৷
প্রকৃত সুনামের কাজ কে কতকুটু করে যায়?
দাপটের কারণে কেউ অকারণে সুনাম পায়!


অসত্য বলা বড়াই অহঙ্কার স্বার্থপরতায়-
সম্মান গেলেও অনেকেই হারতে না চায়!
পৃথিবীর এ বিশাল মঞ্চে অহরহ সর্বত্র চলে
স্নায়ূযুদ্ধ; দুর্বলেরা ঠকে ছলে বলে কৌশলে!
অন্যকে ঠকালে নিজেও একদা ঠকতে হয়,
এর প্রতিফল সকলের জানা আছে নিশ্চয়!


এসব নিন্দনীয় স্বভাব ত্যাগ করে অভিলাষী,
এসো প্রতিযোগিতা করি ভালোবাসাবাসি!
সামনে ধরি ভুল, ত্যাগ করি তোষণনীতি
প্রশংসা করি পিছে, বজায় রাখি সম্প্রীতি!
সমালোচনা সইতে দেখাই সরলতা উদারতা ৷
গোমড়ামুখ নয় এসো দেখায় মহানুভবতা!


কাদা ছুড়াছুড়িতে নিজের দিকেও তা ধেয়ে
আসে; জীবনটা শুধু দুঃখ-কষ্টে থাকে ছেয়ে!
অদ্য হতে ত্যাগ করি নিন্দনীয় প্রতিযোগিতা,
ক্ষমা বিনয় দিয়ে হই সকলে সকলের মিতা!
অসুন্দর নয় উত্তমটা অন্যের দিকে ছুড়ে মারি,
সেটা নিজের দিকে ফিরবে সত্য একশবারই ৷