কোনটা রাগ,  কোনটা অভিমান,
কোনটা যে আসল, কোনটা ভান!
ক'রে কোন জন সঠিক অনুসন্ধান,
অভিমানীর দেয় কী উপযুক্ত মান ?
কোন বিষয় সঠিকভাবে না খুঁজে,
অনুমানে গভীরভাবে ভুল বুঝে।


অকারণে নিজেই দূরে চলে গেলে,
বা অন্যকে নিজ থেকে দূরে ঠেলে।
কী লাভ হয় ফুলের মত হৃদয়,
বিষে বিষে করে তুলে বিষময়!
এসবের সূত্র অন্যকে করা অমান্য!
ভালোবাসার চেয়ে স্বার্থকে প্রাধান্য।


যেখানে গভীর ভালোবাসাবাসি
সেখানে থাকবে কান্না ও হাসি!
অযাচিত কিছু আসতে পারে নেমে
তাই বলে জীবন থাকবে না থেমে,
যেখানে ভুল, সেখানে ভুল ভাঙবে,
যেথা মান, মান ভেঙে মন রাঙবে।


এখানে মান দিয়ে, ভুল ভাঙানোর
মানুষ নেই ভাঙা হৃদয় রাঙানোর!
বুঝা যায় এ প্রকৃত ভালোবাসা নয়,
ভালোবাসার নামে মিছে অভিনয়!
কেন এমন অভিমান, ভুল বুঝাবুঝি,
সরলতাকে যখন কেউ করে পুঁজি।