কলি ফুটছে          নদী ছুটছে
          পাখি গাইছে গান,
রবি উঠছে            অমা টুটছে
           ঝর্ণার কলতান ৷


চন্দ্র হাসছে            নীরদ ভাসছে
         বাতাসে ফুলের ঘ্রাণ,
বারি ঝরছে           পাতা নড়ছে
         নিম্নে জলের টান ৷


সময় যায় বয়ে       সবই যায় ক্ষয়ে
            ধরণী আবর্তমান,
যেথা যা আছে    দূর বা কাছে
           শেষ দিকে ধাবমান ৷


১৮/০৮/২০১৭