হাত করে নিশপিশ,
মনটা করে গিসগিস,
কিছুতো একটা করা চাই,
কলম, মোবাইল, ট্যাব,
কোনো একটা ধরা চাই।


চার্জ নেই মোবাইলে,
চমকিয়ে যায় পিলে,
ফেসবুকে দেব স্ট্যাটাস,
পরাণটা করে হাসফাস,
হয়েছি যে খুব ধরাশায়ী।


আছি নেটওয়ার্কের বাইরে
এখন কী করি বল ভাইরে?
সাথে খাতা কলম নেই
ভাবনাটাও হারায় খেই
নেটওয়ার্কটা ত্বরা চাই।


কত কথাই ভূলে যায় মন,
বড্ড আক্ষেপ লাগে তখন,
মনে কত ভাবনা দেয় উকিঁ,
সব মনে রাখা যে খুব ঝুকিঁ,
তাই ভাবনাটা যে ধরা চাই।