'সংবেদন' তুমি নদীর জোয়ারের মতো,
যখন তোমার বাঁধ ভাঙে ছোটো ইচ্ছেমতো।
'সংবেদন' তোমার অনেক প্রকার রূপ,
ছোটো মাটির পরশ মেখে, দেখোনা ময়লার স্তুপ।
কখনো ছোটো বল্গাহীন সূদুর গগন পানে,
আশাহত প্রত্যাবর্তন হয় সূতোর টানে।


'সংবেদন' তুমি বিনয়ের কাছে অধিক হার মানো,
হৃদয়হীনের বুকে কঠিন কুঠার আঘাত হানো!
'সংবেদন' তুমি সাদরে স্বল্পে তুষ্ট,
দম্ভের সাথে পৃথিবী দিলেও হয়ে যাও তাতে রুষ্ট!
যেথা তোমার অস্তিত্ব নেই, সেথা সুখ হয় জড়ো,
ফুল বাগিচার চেয়েও মালির হৃদয়োদ্যান বড়।


'সংবেদন' তুমি সূর্যরশ্মির চেয়েও অধিক প্রখর
আঁধারের চেয়েও অতি আঁধার, অপ্রাপ্তির পর!
'সংবেদন' তুমি ভেজা মাটির চেয়েও অধিক শীতল
সমুদ্রের তল আছে তবু, নেই তো তোমার তল।
'সংবেদন' তোমাতে হাসি আছে ঝর্ণার চেয়েও ঢের,
চঞ্চলতার ব‌্যাপ্তী তোমাতে গভীর সমুদ্রের।


শরীর ঘুমায়, তবুও তোমার ঘুম নাই,
স্বপনের মাঝেও তােমাতে কে যেন উঁকি দিয়ে যায়।
'সংবেদন' তোমাতে দিবা-নিশিঝড় বয় অবিরত
যেথা তোমার অবস্থান সেথা বারবার হয় ক্ষত!


রচনা : ২৮.০৮.২০০৭