যে অনুভব করে, তার হাতের পাশে
কৃপার অদৃশ্য হাত থাকে।
তারই অজান্তে করুণা দিয়ে তিনি
সর্বদা রক্ষা করেন তাকে।


সে অসহায়, চিরতরে বিলীন হবার
কথা তার দুর্বল অস্তিত্ব!
কী অবিশ্বাস্য! সে হারিয়েও হারায় না,
থাকে অক্ষত, সমুন্নত।


যে জন পৃথিবীর কাউকে কখনও
বিশ্বাস করতে না জানে,
সে নিজকে নিজের রক্ষা করতে
চরম বিপদ ডেকে আনে।


সে ঘৃণিত! চেতনার জগৎ সংকীর্ণ
তার বসত অন্ধ গহ্বরে!
অদৃশ্য হাত তাকে করে নাকো রক্ষা
সে হারিয়ে যায় চিরতরে।