সংসারহীনের জীবনটা ফাঁকা
তা থেকেও যায় না বিমুখ থাকা ৷
তার কাছে অজানা এ কেমন ঘানি,
কাধেঁ নিলে হবে কত ছটফটানি!.


কত কঠিন ঘুরানো তার চাকা,
যাবে কী সকলের মান রাখা?
সবার থেকে তার খাটুনি কত বেশি,
খাটাতে হয় কত মস্তিক্য ও পেশী ৷


দেখতে হবে কত রকম মেজাজ,
সয়তে হবে কত যে কথার ভাঁজ!
জেনে শুনে দেখে বুঝেও সব,
থাকতে হবে একেবারে নীরব!


বড়দের সম্মান, ছোটদের ভবিষ্যৎ
ভেবে জলাঞ্জলি যায় ইচ্ছে অভিমত!
কর্তার থাকে কী কোন শখ স্বাদ?
কোনকিছু অভাবে কত অপবাদ!


জানা থাকে না কতটুকু সময়-
তার খোঁজে করবে সবাই ব্যয়?
সবাইকে খুশী করে কীভাবে
কষ্ট লুকাতে সে কোথা যাবে?