,                আসবে কবে রমজান
সুযোগে অপেক্ষমাণ!        অসাধুগণ পাতে ফাঁন!
                 তারা চুরিতে দেয় শান।


                 যে জিনিসের বেশি টান
বাড়ায় তার মূল্যমান       যতই বলা হয় কমান
                  দেয়না যে তাতে কান।


                  প্রত্যেক বছরই সমান
সব জনতা ধোঁকা খান        কবে হবে অবসান?
                 তারা কেমন ইনসান?


                  ভোক্তাগণ পেরেশান!
দ্রব্যে কিনে লোকসান         আসলে না কী রমজান
                  শিকলবন্দী হয় শয়তান।


                   মানুষরূপী মহাবেইমান
হয়না কভু এরা সাবধান       শয়তানের চেয়ে পাষাণ!
                  ওদের ভেতরে পশুর জান।


                  তা থেকে নেই আহসান
সৃষ্টির শ্রেষ্ঠ উচ্চ সম্মান          তারা কেমন পূণ্যবান?
                   অন্যের পর হও দয়াবান।


                    এই কথা ধর্মের আহ্বান
উল্টো জুলুম করে যান?      একবারও ভাবে অবস্থান?
                    যাবে না তারা গোরস্থান?


                    শোভিত দেশের আসমান
স্বাধীন ঝান্ডা উড্ডীয়মান       সে দেশে লুটেরার স্থান
                   স্বাধীন দেশের অপমান!


০১/০৫/২০২১ খ্রিঃ