সে জলের মত, তার নিজস্ব
কোনো রঙ নাই।
বেড়ায় উড়ে উড়ে, তার
নির্দিষ্ট অবস্থান নাই।


মানুষ ঘুমালে-নিরব হলেও
সে মোটেও চুপ নাই,
সে থাকলে প্রাণ প্রফুল্ল
তার কিন্তু রূপ নাই।


সে যেখানে থাকে না কেন
শোনে না কোনো বারণ,
স্বেচ্ছায় সদা, সব ঋতুর
রঙ করো ধারণ।