তোমরা  তেল  দিতে দিতে
একেবারে হয়ে যাও উন্মাদ,
বাড়াও  সরিষা,  নারিকেল
তিল ও  সূর্যমুখীর আবাদ,


তেল আবাদ সময়োপযোগী
বুঝবে যে আছে ভুক্তভোগী,
সময়ক্ষেপণ না করে শোনো
খুব মূল্যবান একটি প্রবাদ।


তেলের ব্যবহার শিখে হও ধন্য
জীবনের স্বপ্ন পূরণ করার জন্য।
কেবল তেলই পারে মুছে দিতে
এ জীবনের সকল রকম প্রমাদ।


এভাবে গুছাও নিজের আখের
এখন নয় ভবিষ্যতে পাবে টের।
তখন বুঝেও আর পাবেনা সময়
করলে কতটা পূণ্য কত অপরাধ।


তেল জমিয়ে গড়ো তেলের ভাণ্ড,
দেখাও সবার তেলেসমাতি কাণ্ড।
চেষ্টাতে হস্তগত করতেও পারো
ওই দূর আকাশের দুর্লভ চাঁদ।


৩১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ।