বহু কাল আগে এক মর্মান্তিক ঘটনা হয়েছিল সংঘটিত
সত্যাশ্রয়ী মানুষের মনে আজও তার উষ্ণতা হয় প্রবাহিত!
আজও কোটি মানুষ তা থেকে বেখবর, বেমালুম ভুলে
অন্ধের মতো চলে, কভু অনুসন্ধান করে না প্রাণ খুলে।


সে বিরল ঘটনার সন্ধান আমরা পেয়েছি ভাগ্যক্রমে,
জীবনের সাথে তুলনা করি পতিত ছিলাম কঠিন ভ্রমে।
আগে জীবনকে ভাবতাম খেয়ালীপনায় নিজের মত
পার্থিব কামনা বাসনায় মগ্ন, অহংকার ও উদ্দ্যত।


ভেবেছিলাম আমার ক্ষুধা ও পিপাসা সবার চেয়ে অযথা।
তোমারটা জেনে, অজান্তেই ভুলে গেছি সে নির্মম কথা।
বর্ণনা করতে চেয়েছি আমি একাকীত্ব ও অসহায় কতটা,
আর মনে নেই অনুভব করে তোমার কষ্টের বিশালতা।


ভেবেছিলাম আমার জীবনটা সবার চেয়ে খুব বৈচিত্র্যময়!
তোমায় জেনে বুঝলাম, আমি তোমার পদধূলির সমও নয়।
হয়েছি পদে পদে কত রকমের নিষ্ঠুর জুলুম-বঞ্চনার শিকার!
তোমার কথা জেনে লজ্জা করে উল্লেখ করতে সেই অধিকার।


উল্লেখ করতে চেয়েছিলাম যে নিপীড়ন হয়েছে আমার প্রতি,
ভেবেছিলাম সবচেয়ে মর্মান্তূদ, সর্বসেরা ও নিদারুণ অতি।
ভেবেছিলাম আমার দুর্দশা কঠিন, খুবই গভীর আমার জখম!
তোমার দুঃসহ যন্ত্রণা দেখে আমার সব যন্ত্রণার হয়েছে উপশম।


কিন্তু না তোমার প্রতি করা হয়েছে যে অন্যায় ও মহাক্ষতি!
আমারটা তার কাছে নগন্য একেবারেই, নয়ও একরতি।
কষ্টে বুক ভেঙে যায় নিজকে কীভাবে কোন্ ধৈর্য দিয়ে বাধি?
তোমায় ভেবে নিজ কান্না ভুলে তোমার জন্য অঝোরে কাঁদি।


২০/০৯/২০২২ খ্রিস্টাব্দ।