সূর্য একটি বলে সবাই তাকায় তারই পানে,
তার কিরণে আঁধার লুকায় আলো দেয় সবখানে ৷
সূর্যমুখী ফুলের কথা কে বা মনে রাখে,
সবুজ মাঠে লক্ষ কোটি সূর্যমুখী থাকে ৷


রাতে সবে স্মরণ করে চাঁদ কী উঠছে আকাশে?
স্মরে না বাগিচায় কখন জোনাকীদের ঝাঁক আসে ৷
পূর্ণিমাতে জোনাকীদের কে বা রাখে মনে,
জোছনার সুধা তৃপ্তি মেটায় তাতে অবগাহনে ৷


জোনাকীদের ক্ষীণ আলো কী বা মেটায় ক্ষুধা,
রাতে চাঁদ তার আলোয় একাই ভাসায় এ বসুধা ৷