ওরা সবাই পুষ্প; নাম-গোলাপ বেলি গাঁদা,
অপরূপ তাদের শোভা ও সুঘ্রাণ আলাদা।
ওরা সবাই ফল; নাম-আম কাঁঠাল জাম,
একেক ফলের ভিন্ন স্বাদ পুষ্টিগুণ অবিরাম।


ওরা সবাই পাখি; নাম-ময়ূর টিয়া ময়না,
অপূর্ব সৌন্দর্য, তাদের সারা দেহে গয়না।
একেক ফুলের বুকে ভিন্ন ভিন্ন সুঘ্রাণ,
একেক পাখির কণ্ঠে ভিন্ন সুমধুর গান।


ওরা সবাই বৃক্ষ; তাল তমাল ও নারকেল,
লেবু কলা বরই জলপাই কামরাঙ্গা বেল।
সব বৃক্ষ পাতা ফুল ফলের আকার এক নয়,
কোনটা খুব ক্ষুদ্র আবার কোনটা বৃহৎ হয়।


একেক ফলের ভিন্ন ঘ্রাণ মনোলোভা স্বাদ,
তুলনাহীন তোমার শিল্পত্ব, কল্যাণ অবাধ।
মাটির সুমধুর নির্যাসে সোনা ফলে অফুরান,
সকল জীবের প্রাণ বাঁচাও, তুমি যে সুমহান।