হে মোর প্রিয়তম কপোতেরা একটি  কথা শোনো
তোমাদের ভাবনায়, মোর মনে শান্তি নেই কোনো।
থাকি না  কেন,  আমি যতই দূরে
চোখ দুটি থাকে তোমাদের পরে।


তোমাদের রেখে কোথাও গেলে, প্রাণ করে আনচান
আমার  রক্তে  মিশে  আছে  তোমাদের সবার প্রাণ।
আমার ভাষায় বুক তোমাদের বাঁধে সকল আশা
আমার কন্ঠের গানে তোমরা  খুঁজে  পাও  ভাষা।


আমার দেওয়া  তোমাদের কন্ঠের মধুর কলধ্বনি
নিভৃতে আমি, সারা দিবা-নিশি হৃদয় দিয়ে শুনি।
কিন্তু অন্য  কেউ বোঝে না এই করুণের গান
তাই তোমাদের প্রাণের ঘটাতে চায় অবসান!


ব্যস্ততার জন্য পারছিনা, তােমাদের ঘর বানাতে
জানিনা  কখন  পড়ে  যাও হিংস্র জন্তুর হানাতে!
তোমাদের জন্য আমি লাঞ্চিত, অপমানিত বারেবারে
জানি না কেন আমাদের বন্ধু নেই এই নিষ্ঠুর সংসারে।


বিষাক্ত নখের নাগাল পাওয়ার আগে, আমাকে ফেলে
যেথা  খুশি  উড়ে  যাও  তোমরা, স্বাধীন ডানা মেলে।


রচনা : ২৯.০৭.১৯৯৭ খ্রিঃ