বিশ্বাসের  ঘরে যার
আছে  মজবুত  দার
সেই তো ইমানদার।


অপরের গচ্ছিত ধন
যেজন করেনা লুণ্ঠন
সেতো আমানতদার।


ঢের ঐশ্বর্যেরাধিকারী
নিজেকে ভাবে প্রহরী
সেটাই  উত্তম আচার।


সে জনই  তো  অনন্য
উভয় কালেই সে ধন্য
কিছুতে ভয় নেই তার।