কেমন আছো ভাই? সত্য কথা হলো এই,
যথেষ্ট ভালো আছি,  আবার ভালো নেই!
জীবনে জড়িয়ে গেছি বহু সমস্যার মাঝে,
তাই যারচে বেশি আশা করা যায় না যে।


দিন যায় এভাবে। কখনো ভালো থাকি খুবই,
কখনো বিভীষিকাময়! যখন ঘন দুঃখে ডুবি!
কখনো ভালো থাকি কারো ঈর্ষা হওয়ার মত!
কখনো ঝড় এসে হৃদয় করে যায় ক্ষতবিক্ষত!


গ্রীষ্মকালের  মতো  এই প্রখর রোদ আবার
দিনদুপুরে ঘণিয়ে আসে ঝড়; ঘোর আঁধার।
জীবনটা আবর্তিত ঠিক দিবা-নিশির মতো
সুস্পষ্ট। কভু গাঢ় আঁধার, কভু আলোকিত।


কোনো অবস্থাতেই হতে পারছি না স্থায়ীত্ব,
জীবন থাকতে হবেও না অনুভব করে চিত্ত!


১৩ /০৩/২০২১ খ্রিঃ