বছরের পর বছর থাকে সংরক্ষিত,
পাত্র ভরা শস্যদানা হয়না অঙ্কুরিত!
সময় অভাবে করা না গেলে বপন!
বন্ধ থাকে অঙ্কুর দেখার নতুন স্বপন!


ভুলগুলো জমা করে শস্যদানার মতো,
সময় করে সমাধা করতে গেলে যথাযথ!
শস্যদানার মত জমিয়ে রাখা যত ভুল?
সময়ের অভাবটাই তার জন্য  অনুকূল!


সময়াভাবেই সে ভুলগুলো অঙ্কুরিত হয়!
শিকড় গজায় মনের জমিনের  আর্দ্রতায়!
ভুলের ফসল দেখতে কেউ কী বাসে ভালো?
তবু উপায়হীনের দেখতে হয় নিভিয়ে আলো!