অাবারও এসেছি তোর পাড়াতে,
    জীবনের শ্বাস নিতে ।
অার কত মোরে করবি ঋণী
ভালবাসার দামে !


এমন ছায়ার মায়া
কোথা অাছে এই ভুবনে ?
কত গ্রাম এলাম ঘুরে,
তবু,তোর পাড়াতেই মনটানে।
কি যে যাদু জানিসরে তুই,
বৈশাখেন ওই হাওয়ার মতন
কি হাসি হাসাসরে তুই
দুঃখ হারা নদীর মতন।


তোর উঠানে রোজ প্রভাতে,
নতুন দিবা খেলে।
অালোর ঘরে অালো জ্বেলে
        ___অালোকিত করে।
নতুন অালো ঘরে তুলে,
প্রবীণকে রাখিস হৃদয় মাঝে।


মোরাও যাইনি ভুলে
মনে পড়ে প্রতিক্ষণে।
বাংলা মোদের জন্ম মাতা
তুমি লালন কর্তৃ ;
কর্তৃহীনা কর্ম বৃথা
মাতৃহীনা পুত্র
তুমি না থাকলে
হতো না মায়ের সুযোগ্য পুত্র ।


উৎসর্গ:গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল
রচনাকাল :০৩/০৯/২০১২ইং