বিংশ হল __
বৃক্ষের মত,
কড়া রোদে নিজে জ্বলে,
অন‍্যকে দেয় শীতল ছায়া,
চায় না প্রতিদান।
বিংশ, সিংহের মত হিংস্র,
অপরাজয়কে ভাঙ্গিয়া,
উৎশৃঙ্খলকে দামিয়া নুয়ায় মাথা।
গর্জনে কাপিয়া ওঠে মহাসাগরের ঢেউ।
আঠারোর সকল ভুল করে সমাধান।
নদীর ধারে গিয়ে,
গাহে প্রেমের গান।
গানের তালে তালে
নাচে তার প্রাণ।


রমণীর কারণে,
যে অশ্রু তাহার ঝরেছে
সে নয়নে নতুন স্বপ্ন
সে নিজ হাতে বুনেছে !
ভাঙ্গিয়া অাঘাত,
এসেছে প্রভাত
বহুদিনের অন্ধ নয়ন,
পাইলো দৃষ্টি;বিংশের কল্যাণে।
বিংশ তুমি ধরাধামা
অহংকারী
পিষ্ট হও তবুও রিষ্ট হওনা।
(সংক্ষিপ্ত)
রচনাকাল :১০/১০/১৩