অামার ইচ্ছেগুলো,
এখন হয় না পূরণ।
কেউ দেখে না,চোখের পানি।
অারে বোকা থামতো দেখি
বেঁচে অাছিস্,তাইতো বেশি!


অামার বোমা মনকে শান্তনা দেই
একদিন পাবি সব।
মনো দেখি বোকা ভারী
খুঁজে বেড়ায় সেই দিনখানি ?
মিথ্যে বলি,নিজ্বের সাথে
একটু সুখী হবার তরে।


সত্যি বলবো,অাজ তোকে
এখন অার পারিনা
লিখতে,বসন্তেরর সেই কবিতা।
অামার, বসন্ত ফুল ঝরা
কোকিল, গেছে গান ভুলে
তীব্র রোদ মাথার উপর
কোমর জল নীরে।


অামি এখন দুঃখ রাজা
দুঃখেই সুখ খুঁজে বেড়া।
এইতো অামি ভালই অাছি
তোর খবর কি?
বলরে সখা।


রচনাকাল :০৯/০৫/২০১১ইং