কিসেরও লাগি
জল ছিটালে
সমীরণ লাজে মরে ।
ওর হয় নাহি ভুল ?
দিবসও রাতে
কি জ্বালা দেয় গো চোখে ।


প্রেম না,কামনা
হৃদয়ের ধারণা
সব মিছে করে দেয়।
দাড়ায়ে বাতায়নে কি বাতাস
দেহে লাগে,
তার লোভে মন কাঁদে !


কাজলের অশ্রুতে
    কবি যায় কি লিখে  ?
অভিশাপ দেই তোরে
যা ,অকালে মরে ।
ফুলেরও চাদরে
    জড়িয়ে না নিয়ে !
লিখিছো কবিতা
    আমারও বুকে ।
এলোমেলো শ্বাস
       হইছে কৃত
কোমল রাগে (অনুরাগ )
     কটিরও দোলন
     দাও না কবি
     এ রাতের দাবি____।
আর কত আঁকিবে ছবি
না ছুয়ে আখি , অঞ্জনি ।
না দেখিলে ঢেউ
না নামিলে জলে
যায়,কি শেখা সন্তরণ ।


(সংক্ষিপ্ত)
রচনাকাল :০৭/০৩/২০১৬ইং