মন,তুই কি
আমার সই হবি ;
মন আমি যা কব
তাই কবি  |
তুই কি ,আমার সই হবি |


আমি জপি হরির মালা ।
মন ,তুই শুনতে চাস্ বাঁইজীর গানা
আমি দেখি , চন্দ্র-তারা
তুই যে চাস্ ,  বর্ষা |
মন ,তুই কি
আমার সই হবি ?
আমার দুঃখে
চোখ ভিজাবী
মন, তুই যে , আমার এতো আপন
তবু , কেনও করিস্ পরের মতন |


মন , আমি পরেছি মহাবিপাকে
তুই একটু  শান্তনা দে
না হয় মোরে ধৈর্য দে |
মন ,আর কত কাল
থাকবি আড়ি
ওহ্, আমি এই একাকি
নাহি  সঁইতে পারি |
মন,তুই কি আমার সই হবি
আমার সাথে  গলা মিলাবি  |
আমি দেখি  যে দেখে আমায়
মন, তুই থাকিস্ , কার  আশায়
আমার জীবন তরী যায় ডুবে
মন, তোর কি একটু ভাবার
           সময় হবে !
মন, আমার সাথে ভাব কর
আমি যা দেখি তাই দেখ___
আমি দেখি  অপূর্ব পাহাড়
তুমি এখানে অহংকার পাও কোথায় ?
আমি আকাশ দেখে উদার হই
তুমি তার রং দেখিয়া "বেদনা" পাও
আমি সমুদ্র দেখে দুঃখ ভুলি
মন তুমি কেনও ভাব
এ পৃথিবীর নোনা – ক্রন্দনী |
মন তুই আমার , এতো আপন
তবু সদাই করিস্  পরের মতন
বল্ , তুই কবে আমার সই হবি ?
        এই দ্বিধা হতে
       আমায় বাঁচাবি  |


রচনাকাল:২৩/ O৯ / ২০১৫ ইং