কালো পিচ ঢালা বিশ্বরোডে
সাদা নীল লাল আকাশী
সব ইউনিফর্মগুলো এক হয়েছে ।
তাদের সবার একই দাবি
মানতে হবে,
দূর্ভোগে নগরবাসী
রাস্তাবন্ধ, গাড়ি চলে না ।
ফুটপাত দিয়ে
যেতে যেতে বলে,ন্যায্য দাবি সাথে আছি ।
চায়ের কাপে দুধ চিনি বারি দেয়
আর বলে ,মামা ন্যায্য দাবি ।
রিকশাচালক চেঁচিয়ে বলে
ছাড়বেন না পথ, ন্যায্য দাবি ।


একটু সংশয়ে পড়ি
আমি কি তবে ভুল করছি !
রাস্তার মানুষ,অশিক্ষিত,শ্রমিক-মজুর
সবাই বলে ন্যায্য দাবি ।
আমাদের জ্ঞানীগুণী
মন্ত্রীগণের হলটা কি ?
আমি কি তবে ভুল করছি !