জানো আজকাল রাত বাড়লেই স্বপ্ন আসে,
বারান্দার এলোমেলো টবের পাশে
মুখ উঁচিয়ে বসে থাকে আমাকে ছুঁয়ে যাবে বলে !


আমার সাদা মনের আঁচলে ফুল তুলছে, রঙ খেলছে,
শ্রাবণ দিয়েছে কাজল, দু ফোঁটা বৃস্টি,
আমি নারী হচ্ছি মন ও মগজে,
এই কি বেঁচে থাকা?


এইমাত্র ঝরে যাওয়া এক তারা
স্বপ্নের ফুলঝুরি ঝরিয়ে দিল চোখের পাতায়,
আরও গভীর হলে রাতের আকাশ
দুরত্বের ডালপালা মাড়িয়ে
জড়িয়ে নেবে আমার একলা শরীর ,
এই কি জীবন?


বিন্দু বিন্দু শিশির ফেলে নেমে আসছে ভোর!
একটি রুপালি শ্লেটে আবার বেঁচে থাকার রঙ খেলা ,
আসছে শ্রাবণে তোমার চোখের জলাভুমিতে
খঞ্জনী বাজিয়ে গেয়ে যাব গান, বর্ষামঙ্গল গীতি
তুমি বুঝে নেবে ত এই আমার ভালবাসা?
          ----------------