ভালোবাসি বলেই ত ভালোবাসি না!
ভালোবাসি বলেই এই বৃস্টি দিলাম দু চোখে ,
তুমি যমুনা করে নাও,
আলতো ছুঁয়ে নিয়ে বাঁশি, সুগন্ধ ফেলে রেখে চাঁদ  
ভাঙ্গা আয়নায় মুখ রেখে,
রাই জাগো রাই জাগো বিভাবরী গেয়ে গেল।


রাত ঘুম দু হাতে মেখে চলে গেছে অন্ধকার মেয়ে
অচেনা আলো এসে ঢেকে দিচ্ছে স্মৃতির সম্ভার!
বিরহ বিক্রমে ছুঁয়ে গেলে ভেজা চোখ
ভোরের বাতাসে পাচ্ছ কি আমায়?


তোমার জানালায় কি সকাল বসেছে আজ !
রোদের চিঠি কি দিয়ে গেল কেউ !
স্পর্শে গন্ধে বুঝতে কি পার
এই ভোরে যমুনা ছুঁয়েছে তোমার দু ঠোঁট!