এখন না হয় দূরে আছি
মেঘ পাহাড়ের আড়ালে,
ব্যস্ততার হা মুখ
খেয়ে নিচ্ছে আমার
ভালবাসা
কবি ও কবিতাকে।


আসছি আমি,
তোমার শহর দাপিয়ে
ভেঙ্গে দেবো
অভিমানের সব ফাঁড়ি ,
তালাবদ্ধ মন ,
উড়িয়ে দেব ঠোঁটের ভাঁজে
জমে থাকা জল।


ভাব ভাব ভাব, কে মানছে
তোমার এই বিশাল বিশাল আড়ি?